রাজধানীতে পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণে আহত ৮
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের মধ্যে রাজধানীতে পেট্রলবোমায় অন্তত আটজন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার রাত সাড়ে ৯টায় খিলগাঁও থানার পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে চারজন দগ্ধ হয়।
আহত অবস্থায় অবসরপ্রাপ্ত পুলিশের কনস্টেবল জামাল উদ্দিন (৫০), রাজু আহমেদ (২২), জীবন (২০), বেলায়েত হোসেনকে (২৫) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে এনটিভিকে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক।
তিনি আরো জানান, এর আগে রাত সাড়ে ৮টায় মিরপুর-১১ নম্বর সেকশনে ককটেল বিস্ফোরণে দুই পথচারী আহত হয়েছেন। এরা হলেন বসুমতি প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপক জীবন (৩০) এবং পরিচালক মনির হোসেন (৪২)। তাঁদেরও বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া রাত পৌনে ৮টায় পলাশীর মোড়ে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে দুজন আহত হন। এরা হলেন আবুল বাশার (৪৫) এবং তপন রায় (১৮)। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক।