হামলা হোসেনী দালানের ভেতর থেকে!
তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে রাজধানীর পুরান ঢাকার হোসেনী দালান চত্বরে যে ‘গ্রেনেড’ হামলার ঘটনা ঘটেছে, তা ওই দালানের ভেতর থেকেই করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর পুরান ঢাকায় শিয়া মুসলমানদের পবিত্র স্থান হোসেনী দালান চত্বরে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে শুক্রবার গভীর রাতে। গোয়েন্দা পুলিশের তদন্তে গুরুত্ব পায়, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত এবং বিস্ফোরণস্থলের সঙ্গে আশপাশের ভবনের দূরত্ব ও উচ্চতাসহ বিভিন্ন বিষয়। পুলিশ বলেছে, এসব বিষয় বিশ্লেষণ করে শনাক্ত করা হয়েছে হামলাকারীর সংখ্যা। সে সঙ্গে বিস্ফোরিত গ্রেনেডগুলোর সঙ্গে কয়েক দিন আগে উদ্ধার হওয়া গ্রেনেডের মিল খুঁজে পায় তদন্তকারী দল।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানোয়ার হোসেন বলেন, ‘যে ধরনের বিস্ফোরক এ আইডির মধ্যে ছিল, আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নতুন একটা গ্রুপ হতে পারে। এ রকমই পাঁচটা আইডি আমরা পেয়েছি কামরাঙ্গীরচর থেকে। যেটা এএসআইয়ের হত্যার সঙ্গে জড়িত, ওখানে যে গ্রেপ্তার হয়েছে তার তথ্যের ভিত্তিতে। সে গ্রুপের টাইপের সঙ্গে এখানে যে ঘটনাটি ঘটিয়েছে তাদের টাইপটা একই রকমের। আমরা প্রাথমিকভাবে মনে করছি যে এ আইডি মেকারগুলো অ্যামেচার।’ তিনি আরো বলেন, ‘অবস্থানকারীর অ্যাক্সিসটেন্সটা আমরা পেয়েছি। ছুড়ে মারার যে লোকটা, খুব সম্ভবত একজন বা দুজন। এ পাঁচটা জিনিসই একটা জায়গা থেকে ছুড়ে মারা হয়েছে, সেটাও আমরা প্রমাণ পেয়েছি।’
বোমা হামলার প্রায় ৩৩ ঘণ্টা পর রোববার চকবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছে পুলিশ। সে সঙ্গে বিস্ফোরণস্থলের খুব কাছে অবস্থিত কবরস্থান থেকে উদ্ধার করা হয়, হাত গ্রেনেডের চারটি পিন। আর ঘটনাস্থল পরিদর্শন করে র্যাব ধারণা করছে, হোসেনী দালানের ভেতরে অবস্থান নিয়েই হামলা চালায় দুর্বৃত্তরা।
র্যাব ১০-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতব্বর বলেন, ‘শুরু থেকেই ধারণা ছিল ভেতর থেকেই। এখানে যাঁরা ভক্তরা এসেছিলেন মিছিল করার জন্য, তাঁদের বেশেই এরা এসে এখান থেকে নিক্ষেপ করেছে। সে জিনিসগুলো আমরা আবার দেখছি। এটা বাইরে থেকে নিক্ষেপ করা সম্ভব নাকি ভেতর থেকেই করেছে। যেহেতু জিনিসগুলো হালকা। এত হালকা জিনিস দূর থেকে নিক্ষেপ করা সম্ভব না। কাছাকাছি থেকেই নিক্ষেপ করা হয়েছে।’
অনলাইনে জিহাদি গোষ্ঠীর কর্মকাণ্ডের ওপর নজরদারি করা সংস্থা 'সাইট ইন্টেলিজেন্স গ্রুপ' গতকাল শনিবার খবর প্রচার করে, হোসেনী দালানে হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএস। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ ঘটনার সাথে আইএসের কোনো সম্পৃক্ততা নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘একটা কিছু হলেই তাৎক্ষণিকভাবে বলছে যে আইএস করছে। এটার কোনো ভিত্তি, এটার কোনো সুনির্দিষ্ট আমরা কিছু পাইনি। কাজেই আমরা স্পষ্ট করে এখনো বলছি, যারাই হরকাতুল জিহাদ, যারাই হুজি, যারাই জেএমবি, যারাই আনসারুল্লাহ বাংলা টিম, যারাই শিবির সবই হলো এই আইএস। সবই একই। সবই একই সূতার গাঁথা।’
এদিকে ওই বোমা হামলার ঘটনায় ঢাকা মেডিকেলে ভর্তি আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।