বাড়ি ফিরেছে সৌরভ, নিরাপত্তাশঙ্কায় পরিবার
টানা ২৪ দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরেছে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে আহত শিশু শাহাদাত হোসেন সৌরভ।
আজ সোমবার সকালে পরিবারের সঙ্গে হাসপাতাল ছাড়ে শিশুটি। ওই সময় তাকে দেখতে হাসপাতালে ভিড় জমায় স্থানীয় লোকজন।
গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সৌরভ আগের মতো খেলাধুলা করতে পারবে কি না, সেই আশঙ্কা ছিল। তবে হাসপাতাল ছাড়ার সময় বেশ উচ্ছ্বসিত দেখা গেছে তাকে। বর্তমানে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটাহাঁটি করতে পারছে।
হাসপাতাল ছাড়ার আগে সৌরভের অনুভূতি জানতে চান সাংবাদিকরা। সৌরভ তাঁদের বলে, ‘আমার খুব ভয় লাগতেছে। বাসায় যাব। যদি আবার এমপি বা এমপির লোকেরা আমাকে যদি গাড়িত করে তুলে নিয়ে যায়া গুলি করে।’
সৌরভের মতো নিরাপত্তাশঙ্কায় আছেন তার মা সেলিনা বেগম। তিনি সংবাদিকদের বলেন, ‘বাসায় যাব। ওখানে যেন আমার কোনো অসুবিধে না হয়। এর জন্য আমরা নিরাপত্তা চাই।’
শিশুটির বাবা সাজু মিয়া বলেন, ‘আমার আবেদন প্রধানমন্ত্রীর কাছে, আমার বাচ্চাটাকে যেন ভবিষ্যতে লেখাপড়া করায়। ভবিষ্যতে যেন আমার বাচ্চাটাকে চাকরি নিয়া দেয়।’
হাসপাতাল ছাড়ার আগে সৌরভের বিষয়ে প্রেস ব্রিফিং করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আ স ম বরকতুল্লাহ। তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন সে (সৌরভ) সম্পূর্ণ সুস্থ। আমরা তাকে আজকে ছেড়ে দিচ্ছি এবং তাকে আমরা পরামর্শ দেব, যদি কোনো সমস্যা হয়, সে আবার এখানে আসবে।’
গত ২ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জের গোলাপচরণ গ্রামে সকালে ঘুম থেকে উঠে চাচার সঙ্গে বাড়ির বাইরে যায় চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভ। এ সময় বামনডাঙ্গা থেকে নিজ গাড়িতে আসা এমপি লিটন তাঁর সঙ্গে থাকা পিস্তল দিয়ে সৌরভের পায়ে গুলি করে। এ ঘটনায় দায়ের করা মামলায় লিটন বর্তমানে কারাগারে আছেন।