আরো আট সপ্তাহ সময় চাইলেন মির্জা ফখরুল
নাশকতার তিন মামলায় আত্মসমর্পণের জন্য আরো আট সপ্তাহ সময় চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ২ নভেম্বর এ বিষয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেত্বত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।
আজ বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে জানিয়েছেন আইনজীবী সগীর হোসেন লিওন। রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে করা এ তিন মামলায় ১৩ জুলাই আপিল বিভাগ মির্জা ফখরুলের অসুস্থতার কারণ বিবেচনায় নিয়ে এ মামলাগুলোতে তাঁকে ছয় সপ্তাহের জামিন দেন। এর পর চিকিৎসার জন্য বিদেশে থাকায় আরো দুই দফা সময় নেন মির্জা ফখরুল, যার মেয়াদ শেষ হবে ২ নভেম্বর।
এদিকে, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে প্রায় পৌনে দুই মাস উন্নত চিকিৎসা শেষে ২১ সেপ্টেম্বর দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
আইনজীবী সগীর হোসেন বলেন, অসুস্থতার কারণ দেখিয়ে আবারো আত্মসমর্পণের জন্য আরো আট সপ্তাহ সময়ের আবেদন করা হয়েছে।