নূরের গাড়িবহরে হামলার মামলায় ৬২ জন জেলহাজতে
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার মামলায় নীলফামারী সদর উপজেলা বিএনপির ৬২ নেতকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। এরা সবাই এতদিন পালিয়ে ছিলেন।
আজ বুধবার দুপুরে নীলফামারী অতিরিক্ত মুখ্য বিচারিক আদালতে হাজির হয়ে নেতাকর্মীরা জামিনের আবেদন করেন। বিচারক মোতাহারাত আখতার ভুঁইয়া তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলার আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান চৌধুরী শামীম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি আশরাফ আলী, লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব, টুপামারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুর রহমান প্রমুখ।
২০১৩ সালের ১৪ ডিসেম্বর জেলা সদরের রামগঞ্জ বাজারে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। পরে সংঘর্ষ হয়। সংঘর্ষে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের চার নেতাকর্মীসহ পাঁচজন নিহত হয়। নিহতরা হলেন মো. খোরশেদ আলম চৌধুরী, মো. লেবু চৌধুরী, মো. মুবাদ শাহ, মো. ফরহাদ শাহ ও মো. সিদ্দিক।
এ ঘটনায় নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আকতার বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড় হাজার ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আটককৃতরা সবাই মামলার অভিযোগপত্রভুক্ত।