শিশু রাকিব হত্যা : সাফাই সাক্ষ্য শেষ
খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় আসামিপক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার মহানগর দায়রা জজ আদালতে সাফাই সাক্ষ্য শেষে এ মামলায় উভয় পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য আদালত আগামী ১ নভেম্বর দিন রেখেছেন।
দুপুরে আদালতের কার্যক্রম শুরুর আগে এ মামলার আসামি মো. শরিফ, মিন্টু খান ও বিউটি বেগমকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতেই আসামিপক্ষের আইনজীবী তৌহিদুর রহমান তুষার ও মাজহারুল ইসলাম মামলার ৪২৭ ধারায় সাক্ষীদের সাক্ষ্য পুনরায় নেওয়ার জন্য আবেদন জানান।
আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি উপস্থাপন করার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সুলতানা রহমান শিল্পী এবং মানববাধিকার বাস্তবায়ন সংস্থার আইনজীবী মোমিনুল ইসলাম পাল্টা-যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শেষে মহানগর দায়রা জজ দিলরুবা সুলতানা আসামিদের আবেদন খারিজ করে দেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কাজী মোসতাক আহমেদ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩ আগস্ট খুলনার টুটপাড়ায় শিশু রাকিবের মলদ্বারে কমপ্রেসারের মেশিনের হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় রাকিবের বাবা মো. নূরুল আলম বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ মামলার তিন আসামি মো. শরিফ, মিন্টু খান ও বিউটি বেগম প্রথম থেকে আটক থাকায় বিচার কাজ দ্রুত শুরু হয়। এই মামলা মোট ৪০ জন সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্য নেওয়ার পর সাক্ষ্য গ্রহণ শেষ করা হয়েছে।