হোসেনী দালানে বোমায় আহত আরেকজনের মৃত্যু
পুরান ঢাকার হোসেনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলায় আহত আরেকজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঢামেকের আইসিইউর প্রধান অধ্যাপক ডা. আবদুর রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন।
গত ২৩ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে হোসেনী দালানের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সাজ্জাদ হোসেন সানজু নামের এক কিশোর নিহত হয়। আহত হয় শতাধিক। আহত লোকজনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ানমতে, প্রতিবছরের মতো মহররমের রাতে শিয়া সম্প্রদায়ের এ তাজিয়া মিছিলে শামিল হতে সমবেত হয়েছিল শিশু, নারী, বৃদ্ধসহ প্রায় ২৫ হাজার মানুষ।
ওই হামলার পর এর দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বিবৃতি দিয়েছে বলে খবর দেয় ‘সাইট’ নামে একটি পর্যবেক্ষক প্রতিষ্ঠান।
হামলার পরের দিন সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করা জন্য একটি ষড়যন্ত্র চলছে, তারই অংশ হিসেবে এ হামলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, হামলায় গ্রেনেড ব্যবহার করা হয়েছে। এর আগে চট্টগ্রামে উদ্ধার হওয়া গ্রেনেডের সঙ্গে এগুলোর মিল আছে বলে জানিয়েছে র্যাব ।