সরকার বিচারবহির্ভূত হত্যা সমর্থন করে না : স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমান সরকার বিচারবহির্ভূত হত্যা সমর্থন করে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘নয়ন বন্ডের পেছনে কোন কোন শক্তি কাজ করেছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।’
আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে এক ক্রীড়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নয়ন বন্ডের পেছনে কে ছিল, কারা সহযোগিতা করেছে, কারা সম্পৃক্ত—সবই বের হবে। সবই আপনারা জানবেন, যেহেতু এটার তদন্ত হচ্ছে।’
এ ব্যাপারে মন্ত্রী আরো বলেন, ‘আমরাও একমত, বিচারবহির্ভূত হত্যা আমরাও পছন্দ করি না। যেটা হচ্ছে, আমাদের একজন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এগুলো তদন্ত করে থাকেন এবং তারপর এটার ফাইনাল ডিসিশন নেন।’
এদিকে, দুদক কর্মকর্তা এনামুল বাছিরের বিরুদ্ধে তদন্তে কোনো কিছু পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুদকের যে কর্মকর্তার কথা জিজ্ঞাসা করলেন, এটা তদন্তের পর তাঁর যথাযথ ব্যবস্থা নিশ্চিত হবে। ডিআইজি মিজানের ব্যাপারেও আপনারা দেখেছেন, ডিআইজি মিজানের থেকেও তদন্তসহ সব ফর্মালিটি শেষ করে তাঁকে আমরা আইনের আওতায় নিয়ে গিয়েছি। দুদকের এখানেও ফর্মালিটি শেষ করে আইনের আওতায় তিনি সম্মুখীন হবেন। এবং আপনারা সেটা দেখতে পাবেন।’