ট্রাম্পের কাছে অভিযোগ ষড়যন্ত্রের অংশ : ত্রাণ প্রতিমন্ত্রী
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দেশের সংখ্যালঘুদের বিষয়ে যে অভিযোগ করা হয়েছে তা ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
আজ সোমবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গরিলাবাড়ী বাঁধ এলাকায় বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ডা. এনামুর রহমান বলেন, ‘সাবধান থাকবেন। এখনো ষড়যন্ত্র চলছে। এই কয়েকদিন আগে ট্রাম্পের কাছে যে অভিযোগ করা হয়েছে, তারাই সেই ষড়যন্ত্রটা তৈরি করেছে।’
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বের শক্তিশালী অনেক দেশে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক প্রাণহানি ঘটছে। বাংলাদেশে তা ঘটে নাই। আল্লাহর রহমত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ব্যাপক প্রস্তুতি গ্রহণের কারণেই এটা সম্ভব হয়েছে। সারা দেশে দুর্গত মানুষের মধ্যে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। বন্যার পরে শুরু হবে পুনর্বাসনের কাজ।’
অনুষ্ঠানে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, টাঙ্গাইলের কালিহাতীর উপজেলায় বন্যা ও নদী ভাঙন প্রতিরোধ করতে ২৩৩ কোটি টাকা ব্যয়ে শক্তিশালী বাঁধ নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শাহ কামাল, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সহস্রাধিক দুগর্ত মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। পরে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৭ জুলাই হোয়াইট হাউসে তাঁর কার্যালয়ে ধর্মীয় স্বাধীনতা ও সহিষ্ণুতার জন্য বিশ্বের বিভিন্ন ধর্মীয় নেতা ও প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এতে বাংলাদেশি পরিচয় দিয়ে এক নারী ট্রাম্পকে বলেন, ‘আমি বাংলাদেশ থেকে এসেছি। এখানে (বাংলাদেশে) প্রায় ৩৭ মিলিয়ন (তিন কোটি ৭০ লাখ) হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ডিসঅ্যাপেয়ার (নিখোঁজ) হয়ে গেছে। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই। এখনও সেখানে (বাংলাদেশে) ১৮ মিলিয়ন (এক কোটি ৮০ লাখ) সংখ্যালঘু মানুষ রয়েছে। আমার অনুরোধ, দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশ ছাড়তে চাই না। শুধু আমাদের (বাংলাদেশে) থাকতে সাহায্য করুন। আমি আমার বাড়ি হারিয়েছি। তারা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। তারা আমার জমি কেড়ে নিয়েছে। কিন্তু কোনো বিচার হয়নি।’
এ সময় ট্রাম্প জানতে চান, ‘কারা জমি দখল করেছে? কারা বাড়ি দখল করেছে?’ জবাবে ওই নারী বলেন, ‘মুসলিম মৌলবাদী গ্রুপ এগুলো করছে। তারা সব সময় পলিটিক্যাল শেল্টার (রাজনৈতিক ছত্রছায়া) পায়।’