গণজাগরণ মঞ্চের মহাসড়ক অবরোধ
লেখক-প্রকাশক হত্যা ও এদের ওপর হামলার প্রতিবাদে আধা বেলা হরতালের অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে গণজাগরণ মঞ্চের কর্মীরা। আজ মঙ্গলবার সকাল ৭টার থেকে তারা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রান্তিক এলাকা অবরোধ করে রাখে। সকাল ৬টায় সারা দেশে গণজাগরণ মঞ্চের ডাকা এ হরতাল শুরু হয়েছে।
গণজাগরণ মঞ্চের কর্মী তন্ময় ধর, সুস্মিতা, শফিকুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, প্রকাশক ফয়সল আরেফিন দীপনের হত্যাকারী এবং প্রকাশক ও ব্লগারদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁরা মহাসড়কে অবস্থান নেবেন।
এদিকে, অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বাসযাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সন্তানকে নিয়ে যানজটে আটকা পড়েছেন সোনিয়া চৌধুরী। তিনি বলেন, ‘মাগুরা থেকে রাজধানীর মোহাম্মদপুরের উদ্দেশে যাচ্ছি। কিন্তু নবীনগরেই এক ঘণ্টা ধরে আটকা পড়ে আছি। কখন পৌঁছাতে পারব জানি না।’
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন কাদির বলেছেন, ‘এটি শান্তিপূর্ণ কর্মসূচি। তাই আমাদের বাধা দেওয়ার কিছু নেই।’
গত শনিবার প্রকাশনা সংস্থা জাগৃতির কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের কার্যালয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন দুর্বৃত্তরা লালমাটিয়ায় নিজ কার্যালয়ে কুপিয়ে ও গুলি করে প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশীদ টুটুল, লেখক-ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে আহত করে। দুটি প্রকাশনী থেকেই প্রয়াত ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছিল।