রাজশাহীতে জামায়াতের ডাকে ৩৬ ঘণ্টার হরতাল চলছে
জামায়াতে ইসলামীর কর্মী ও কলেজশিক্ষক নুরুল ইসলাম শাহীন নিহত হওয়ার প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায় ৩৬ ঘণ্টার হরতাল চলছে। আজ শনিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে।
হরতালের কারণে সকাল থেকে দূরপাল্লার কোনো বাস রাজশাহী ছেড়ে যায়নি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে দোকানপাট তেমন না খুললেও শহরের ভেতরে হালকা যান চলাচল করতে দেখা গেছে।
গতকাল শুক্রবার জামায়াতের রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলামের পাঠানো এক ই-মেইল বার্তায় হরতাল আহ্বানের তথ্য জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, নুরুল ইসলাম শাহীনকে তাঁর নিজস্ব পদ্মা প্রেস থেকে ডিবি পুলিশ পরিচয়ে গ্রেপ্তার করা হয়। পরে রাতে আশরাফের মোড় এলাকায় তাঁকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যার প্রতিবাদে দলের পক্ষ থেকে হরতাল আহ্বান করা হয়েছে।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর মালোপাড়া এলাকার পদ্মা অফসেট প্রেস থেকে এর মালিক ও ইসলামিয়া কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক জামায়াতের কর্মী শাহীনকে আটক করে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পরে মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন সংবাদ সম্মেলনে দাবি করেন, আটকের পর শাহীনকে নিয়ে সহযোগীদের ধরতে পুলিশ অভিযানে গেলে নগরীর নলখোলা আশরাফের মোড়ে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়। এ সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শাহীন মারা যান।