‘রাজন-রাকিব হত্যার রায় বিচার বিভাগের জন্য মাইলফলক’
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সিলেটে শিশু রাজন হত্যা ও খুলনায় রাকিব হত্যা মামলার বিচার দ্রুত সময়ে শেষ হওয়া দেশের বিচার বিভাগের জন্য একটি মাইলফলক। এ রায় সারা দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। আজ রোববার দুপুরে ঢাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ হত্যাকাণ্ডের বিচারের পক্ষে সারা দেশে জনমত ছিল। প্রধানমন্ত্রী নিজেও এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত সময়ে নিষ্পত্তি করতে বলেছিলেন। এ রায় আমি মনে করি, সারা দেশের মানুষের কাছে প্রত্যাশিত ছিল।’
মাহবুবে আলম বলেন, এ শিশুদের যেভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে, তা ছিল অমানবিক। এ রায়ের ফলে সারা দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। এ ছাড়া দ্রুত সময়ে এ মামলার নিষ্পত্তি হওয়াটা বিচার বিভাগের জন্য একটি মাইলফলক।
সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। অন্য ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১টায় সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন।
একই দিন খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খুলনা মহানগর দায়রা জজ দিলরুবা সুলতানা এ রায় দেন।