‘রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো ব্যবস্থাই করতে পারেনি সরকার’
রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থ হয়ে সরকার বিএনপিকে দায়ী করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার ন্যুনতম কোনো ব্যবস্থা ও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারেনি বলে অভিযোগ করেছেন তিনি।
আজ শনিবার ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতিবিদ কাজী জাফর আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিক উপলক্ষ্যে ওই স্মরণসভার আয়োজন করা হয়।
স্মরণ সভায় বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধংস করে বর্তমান সরকার দেশকে অকার্যকর রাষ্ট্রের দিকে নিয়ে গেছে।’ নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বৃহত্তর ঐক্য সৃষ্টি করতে পারলে বিজয় আসবেই।’ ৩০ শে ডিসেম্বরের নির্বাচন বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই সমাধান হচ্ছে না রোহিঙ্গা সংকটের।’
মির্জা ফখরুল বলেন, ‘রোহিঙ্গা সংকটের সমাধান করতে এ সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। না করতে পেরে যা করে যা কিছু হারায় গিন্নি বলে কেষ্ট ব্যাটায় চোর। আমরাই নাকি দায়ী এটা না হওয়ার জন্য। আমরা যদি কথা না বলতাম তাহলে নাকি তারা অনেক আগেই চলে যেত। আপনারা তো যাওয়ার জন্য এতটুকু ব্যবস্থা করতে পারেননি। যারা নেওয়ার ব্যবস্থা করতে পারবেন তাদের সঙ্গেই তো একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন নাই। আপনারা কোনো অবস্থান তৈরী করতে পারেননি যেন আন্তর্জাতিক কোনো চাপ পড়ে। উপরন্তু যারা চাপ দেবে তারা সব মিয়ানমারের পক্ষে।’