সহিংসতা নয়, শান্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
‘সংঘাত-সহিংসতা নয়, চাই শান্তি ও নিরাপত্তা’—এ আহ্বান জানিয়ে সাতক্ষীরায় মানববন্ধন করেছে বেসরকারি প্রতিষ্ঠান সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)। আজ শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন করা হয়।
এ সময় বক্তব্য দেন সুপ্রর জেলা সম্পাদক মাধব দত্ত, শিক্ষাবিদ অধ্যক্ষ আবদুল হামিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, ডেপুটি কমান্ডার আবুবকর সিদ্দিক, অধ্যাপক মোবাশ্বেরুল হক জ্যোতি, সাংবাদিক আবুল কালাম আজাদ, বাসদ নেতা আজাদ হোসেন বেলাল ও নিত্যানন্দ সরকার, ন্যাপ নেতা কাজী সাঈদ, জাতীয় মহিলা পরিষদের জেলা সম্পাদক জোসনা দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, পেট্রলের আগুনে জীবন্ত মানবসন্তান পোড়ানোর অমানবিক দৃশ্যও কেউ দেখতে চায় না। তাঁরাও এই দৃশ্য আর দেখতে চান না। হত্যা, সহিংসতা ও নৃশংসতা পরিহার করতে হবে। এসব বন্ধ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরো বলেন, সমাজের সর্বস্তরে এখন ভীতি, আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। ধসে পড়ছে অর্থনীতি। বাধাগ্রস্ত হচ্ছে দেশের আর্থসামাজিক উন্নয়ন। এ অবস্থা থেকে সরে এসে দেশের শান্তিপ্রিয় মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনারও আহ্বান জানানো হয়।