বরগুনায় ২০ মণ হরিণের মাংসসহ আটক ১
বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদের বিহঙ্গ দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ২০ মণ হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় ইঞ্জিনচালিত একটি নৌকাসহ আবদুস সোবহান (৫৫) নামের একজনকে আটক করা হয়।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান শুরু হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ। তিনি জানান, সুন্দরবন চান্দেরচরের দরজার খাল এলাকা থেকে অন্তত ১৫টি হরিণ জবাই করে নিয়ে আসছিল এই হরিণ শিকারিরা। প্রায় সাত ঘণ্টা অভিযান চালিয়ে আজ রোববার ভোর ৬টার দিকে প্রায় ২০ মণ হরিণের মাংস এবং হরিণ শিকারিদের একজন আবদুস সোবহানকে কোস্টগার্ড দক্ষিণ স্টেশনে আনা হয়।
আটক হওয়া আবদুস সোবহান জানান, ওই নৌকায় আরো চারজন ছিলেন। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপিয়ে তাঁরা পালিয়ে যান। তাঁরা হলেন হানিফ, সরোয়ার হোসেন, আবদুর রাজ্জাক ও আবদুস ছত্তার। তাঁদের সবার বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।
আবদুস সোবহানও পাথরঘাটার চরদুয়ানী এলাকার বাসিন্দা।
এদিকে, আটক হওয়া আবদুস সোবহান ও পালিয়ে যাওয়া চারজনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হুমায়ুন কবির। উদ্ধার হওয়া হরিণের মাংস কেরোসিন দিয়ে মাটিচাপা দেওয়া হবে বলেও জানান তিনি।