এসডিজি অর্জনে সফল হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ অবশ্যই সফল হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (২০১৬ থেকে ২০২০) টেকসই উন্নয়নের ওপর যথাযথ গুরুত্ব আরোপ করা হয়েছে।
আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে দুদিনব্যাপী বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ) সম্মেলনের উদ্বোধনের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এর দেশের মানুষের সার্বিক উন্নয়নে বদ্ধ পরিকর। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র পূরণে আমাদের সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে এরই মধ্যেই কাজ শুরু করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের বর্তমান উন্নয়ন ধারা এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।’
বাংলাদেশের সপ্তম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা ও জাতিসংঘের এসডিজির ১৭টি লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি দাতা দেশ ও সংস্থা এবং বেসরকারি সংস্থার সমন্বয় ঘটাতেই এই সম্মেলন ঘটানোই সম্মেলনের উদ্দেশ্য। এতে রয়েছে কৃষি, অর্থনীতি, সুশাসন, স্বাস্থ্য, শিক্ষাসহ মোট সাতটি সেশন। এই সম্মেলনে বিশ্বব্যাংক, এডিবি, জাইকাসহ দাতা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।