জাতীয় সংলাপের আহ্বান নোমানের
আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে দলমতের ঊর্ধ্বে উঠে সরকারকে জাতীয় সংলাপের আহ্বান জানালেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।
সম্প্রতি লন্ডনে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও সংলাপের আহ্বান জানান। পরে বিএনপি নেতাদের মধ্যে নজরুল ইসলাম খান, শাহ মোয়াজ্জেম হোসেন সরকারের উদ্দেশে একই আহ্বান জানান।
ধামরাই থানা ছাত্রদলের সাবেক নেতাদের আয়োজিত এ অনুষ্ঠানে নোমান বলেন, ‘বিশ্বজুড়ে যে অশান্তির বাতাস বইছে, তা থেকে দেশকে বাঁচাতে সব দলের অংশগ্রহণে জাতীয় সংলাপ জরুরি।’
আবদুল্লাহ আল নোমান আরো বলেন, ‘জোর করে ক্ষমতায় থাকার অভিলাষ যদি আওয়ামী লীগের না হয় তাহলে তো এ ধরনের আলোচনা হতেই পারে। এ আলোচনায় কিছু সমস্যার সমাধান হবে, কিছু হবে না। কিন্তু জনগণের মধ্যে ঐক্যবোধ সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী বলেছেন, অনেক বিদেশিরা আছে যারা আইএস সংকট তৈরি করতে চায়। আমরা সে সংকট তৈরি করতে দেব না।’