বিদ্যুৎ ডিশ ইন্টারনেটের পর ‘ফোন থেকে বিচ্ছিন্ন’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ, ডিশ ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পর ফোনের নেটওয়ার্কও বন্ধ করা হয়েছে। আজ শনিবার দুপুরের পর মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না বলে কার্যালয়ের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
বিএনপির গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার এনটিভিকে জানান, আজ সকালে কেব্ল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার সময় থেকেই ইন্টারনেট সংযোগও পাওয়া যাচ্ছে না। তাঁরা কোনো ধরনের স্যাটেলাইট চ্যানেল দেখতে পাচ্ছেন না, ইন্টারনেটের মাধ্যমেও বাইরের কোনো খবর পাচ্ছেন না। তিনি বলেন, কার্যালয়ে থাকা টেলিফোন লাইনটিও বিচ্ছিন্ন আছে। কার্যালয় এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। তাঁরা দূরে গিয়ে ফোনে কথা বলছেন।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে পুলিশ ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) লোক এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। গুলশান থানার নির্দেশেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে ডেসকো থেকে এমন দাবি করা হলেও গুলশান থানার পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের এক সমাবেশে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান অবরুদ্ধ হয়ে খালেদা জিয়াকে না খেয়ে মরতে হবে বলে হুমকি দেন। একই সঙ্গে তাঁর বাড়ির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেন। এর আগে গত বৃহস্পতিবার হরতাল-অবরোধে কোনো এসএসসি পরীক্ষার্থী পেট্রলবোমা হামলার শিকার হলে খালেদা জিয়ার কার্যালয় পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।