মুজাহিদের সাজা কমলে দেশবাসী হতাশ হবে : অ্যাটর্নি জেনারেল
বুদ্ধিজীবী হত্যার দায়ে মুজাহিদের সাজা কমানো হলে সারা দেশের বুদ্ধিজীবীরা হতাশ হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম । তিনি বলেন, ‘আমি আশা করি, মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকবে।’
আজ মঙ্গলবার রায় পুনর্বিবেচনার শুনানি শেষে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ সেই সময় ছাত্রসংঘের সভাপতি হিসেবে আলবদর বাহিনীর সদস্যদের উৎসাহিত করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন। এ জন্য তাঁকে দেওয়া আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায় দেওয়া সঠিক হয়েছে। কেননা দেশকে মেধাশূন্য করতে সে সময় আলবদর বাহিনী বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড করেছে।
মাহবুবে আলম আরো বলেন, মানবতাবিরোধী অপরাধে সরাসরি অংশ নিতে হবে, এ আইনে এমনটি নেই। মুজাহিদের ফাঁসি বহাল রাখার আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘মুজাহিদের আইনজীবীরা তাঁর পক্ষে আদালতে যেসব বক্তব্য উপস্থাপন করেছেন তাঁর বিরুদ্ধে আমি আদালতে যুক্তি তুলে ধুরেছি। তাঁর আইনজীবীরা আদালতে বলেছেন, একাত্তরে মুজাহিদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে সরাসার অংশ নেননি।
আমি বলেছি, মানবতাবিারোধী অপরাধের সময় মুজাহিদ আলবদর বাহিনীর সদস্যদের উৎসাহিত করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন, সহযোগিতা করেছেন। এ জন্য তাঁর সাজা বহাল থাকা উচিত।’