‘পরীক্ষার্থীদের শঙ্কামুক্ত রাখতে সব ব্যবস্থা’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, সরকার এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব রকম ব্যবস্থা নেবে। যে কোনোভাবে হোক শিক্ষার্থীদের শঙ্কামুক্ত রেখে পরীক্ষা নেওয়া হবে।
আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।
মাহবুব-উল-আলম হানিফ আরো বলেন, বিএনপিকে বারবার অনুরোধ করা হয়েছিল, দেশের ভবিষ্যৎ প্রজন্ম, এই এসএসসি পরীক্ষার্থীদের ওপর যেন পেট্রলবোমার মতো নৃশংস কর্মকাণ্ড চাপিয়ে না দেওয়া হয়। হরতাল কর্মসূচি প্রত্যাহার করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু বিএনপি সেটা করেনি। মানুষের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ থাকলে বিএনপি এমন কর্মসূচি দিত না।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা এখনো আশা করি বিএনপি শেষ মুহূর্তে হলেও পরীক্ষার সময় এই কর্মসূচি প্রত্যাহার করবে।’
বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের ব্যাপারে হানিফ বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে না। যাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যাঁদের বিরুদ্ধে গাড়িতে আগুন দেওয়া ও মানুষ পুড়িয়ে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে। এই সন্ত্রাসীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহসভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।