‘এটা নিয়ে আমাদের বক্তব্য নেই’
‘এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এটি এখন সরকারের ওপর নির্ভর করছে। সরকার চাইলে দণ্ড মওকুফ করে দিতে পারবে।’urgentPhoto
মানবতাবিরোধী অপরাধের চূড়ান্ত রায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার বিষয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুজনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
সাকা-মুজাহিদের আইনজীবী বলেন, ‘আমাদের দায়িত্ব হলো আসামিকে আইনি সাহায্য করা। আমরা আইনি লড়াই করেছি। লড়াইয়ে হেরে গেছি।’
খন্দকার মাহবুব বলেন, ‘আমরা রিভিউতে বলেছি, যেসব অপরাধে দুজন আসামিকে সাজা দেওয়া হয়েছে, তা বৈধ ছিল না।’ তিনি বলেন, সাকা চৌধুরী একাত্তর সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ছিলেন। তিনি হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিলেন না। বিশ্ববিদ্যালয়ে পড়ার সনদ আদালতে দাখিল করা হয়েছে।
মুজাহিদের বিষয়ে খন্দকার মাহবুব বলেন, মুজাহিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগের রায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে রিভিউতে উল্লেখ করা হয়েছে। কিন্তু আদালত তা নাকচ করে দেন।
আসামিরা প্রাণভিক্ষা চাইবেন কি না—এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব হোসেন বলেন, প্রাণভিক্ষা চাইবে কি চাইবে না, এটা আসামির বিষয়। পূর্ণাঙ্গ রায়ের কপি যাওয়ার পর তাঁরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।