শিগগিরই রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ : অ্যাটর্নি জেনারেল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পূর্ণাঙ্গ রায় দ্রুত তাঁদের হাতে এসে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, ‘আমি আজ সকালে আপিল বিভাগে রিভিউয়ের সংক্ষিপ্ত আদেশ চেয়েছিলাম। জবাবে আদালত বলেছেন, দরকার হবে না। অতি শিগগিরই মূল রায় বা সংক্ষিপ্ত আদেশ পেয়ে যাবেন।’
মাহবুবে আলম আরো বলেন, গতকালও রায়ের পর বলেছিলাম সংক্ষিপ্ত আদেশের কথা। তখনো আদালত বললেন, দরকার হবে না। কারণ, রায় কার্যকরের ওপর কোনো স্থগিতাদেশ নেই। তবে জেল কর্তৃপক্ষ লিখিত আদেশের কথা উল্লেখ করেছেন। তারা সেটা আশা করতেই পারেন।’
সংক্ষিপ্ত বা পূর্ণাঙ্গ রায় কারাগারে গেলে আসামিরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবেন জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এটা না করলে বা খারিজ হলে রায় কার্যকর করবে সরকার। অ্যাটর্নি জেনারেলের মতে, পূর্ণাঙ্গ রায় নিয়ে দণ্ড কার্যকর হলে কোনো প্রশ্ন থাকে না।
মানবতাবিরোধী অপরাধে গতকাল সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। তাঁদের পক্ষে করা রিভিউ আবেদন খারিজ করে এ রায় ঘোষণা করা হয়। তবে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়নি। এ রায় প্রকাশ হলে তা আসামিরা তা পড়ে প্রাণভিক্ষা চাইবেন কি না, সে সিদ্ধান্ত জানাতে পারবেন।