সাকা চৌধুরীর সঙ্গে পরিবারের সাক্ষাৎ
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে দেখা করেছেন তাঁর পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্ত্রী ফারহাত কাদের চৌধুরীসহ নয়জন তাঁর সঙ্গে দেখা করতে কারাগারে যান। এর এক ঘণ্টা পর তাঁরা বের হয়ে আসেন।
পরিবারের অন্য সদস্যরা হলেন—বড় ছেলে ফজলুল কাদের ফাইয়াজ, ছোট ছেলে হুমমাম কাদের, মেয়ে ফারজিন কাদের, বড় ছেলের বউ দানিয়া খন্দকার, মেয়েজামাই জাফর খান, দুই বোন জোবেদা মনোয়ার ও হাসিনা কাদের ও তাঁর চাচাতো ভাই ইকবাল হোসেন।
কারাগার থেকে বের হয়ে সাকা চৌধুরীর পরিবারের কোনো সদস্য কারো সঙ্গে কোনো কথা বলেননি। কারাগারের ফটক থেকেই গাড়িতে উঠে চলে যান তাঁরা।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তালিকায় মোট ১৫ জনের নাম দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে নয়জন এসেছেন। এই নয়জনকেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া পরিবারের আরো কয়েক সদস্য এসেছিলেন। কিন্তু তাঁদের নাম আবেদনের লিস্টে না থাকায় তাঁদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
এর আগে বেলা ১১টার দিকে সাকা চৌধুরীর সঙ্গে দেখা করতে চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন পরিবারের সদস্যরা।
গতকাল বুধবার মানবতাবিরোধী অপরাধে সাকা চৌধুরী ও জামায়াত নেতা মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ দুজনের রিভিউ আবেদন নিষ্পত্তি করে এ রায় দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।