‘আজ ফাঁসি হবে কি না, জানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়’
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায়ের কপি কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনাল থেকে কারাগারে পাঠানো হবে। রায়ের কপি ট্রাইব্যুনালে পৌঁছানোর পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ট্রাইব্যুনালের ফটকে সাংবাদিকদের এ কথা জানান।
মাহবুবে আলম বলেন, রায়ের কপি কারাগারে পৌঁছার পর আজ ফাঁসি কার্যকর হবে কি না, সে বিষয়টি একমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। তারাই তা জানে।
প্রাণভিক্ষার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রাণভিক্ষার জন্য কোনো সময়সীমা না থাকায় রায়ের কপি পৌঁছার পর পরই তাদের কাছে প্রাণভিক্ষার বিষয়ে জানতে চাওয়া হবে। তারা যদি প্রাণভিক্ষা না চান সে ক্ষেত্রে যেকোনো সময় রায় কার্যকর করা যাবে।
এর আগে আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার আবু তাহের ভূঁইয়া সালিউদ্দিন কাদের চৌধুরীর ১৩ পৃষ্ঠার রায় ও আলী আহসাম মুজাহিদের ২৯ পৃষ্ঠার পূর্ণ রায়ের কপি ট্রাইব্যুনালে পৌঁছে দেন।
এখন মৃত্যু পরোয়ানা তৈরি করে তা লাল কাপড়ে মুড়িয়ে কারাগারে পাঠাবেন ট্রাইব্যুনাল।