মুজাহিদের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন আইনজীবীরা
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সাথে সাক্ষাৎ করার সময় চেয়ে আবেদন করেছেন তাঁর আইনজীবীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কারা কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে এই আবেদন করেন তাঁরা। আবেদনে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় দেখা করতে চেয়েছেন আইনজীবীরা।
পাঁচজন আইনজীবী মুজাহিদের সঙ্গে দেখা করতে চান। তাঁরা হলেন, সাইফুর রহমান, মতিউর রহমান আকন্দ, মোহাম্মদ নজরুল ইসলাম, শফিউল আলম ও গাজী তামিম।
গাজী তামিম এনটিভি অনলাইনকে বলেন, ‘আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ আইনিবিষয় নিয়ে আলোচনা করতে আইনজীবীদের সঙ্গে দেখা করতে চান বলে তাঁর পরিবারকে জানিয়েছেন। এজন্য পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করতে তাঁর সাথে দেখা করব আমরা। দেখা করার সময় চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছি। অনুমতি পেলে কাল সকালে তাঁর সঙ্গে দেখা করে বিস্তারিত আলাপ আলোচনা করা হবে।’
এর আগে আজ সন্ধ্যায় একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ খারিজ হওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। সন্ধ্যায় রায়ের কপিতে সই করেন প্রধান বিচারপতিসহ অন্যরা। পরে তা আপিল বিভাগের বেঞ্চ অফিসারের মাধ্যমে রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠানো হয়।
গতকাল বুধবার আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদন নিষ্পত্তি করে তাঁদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।