হাসপাতালে মৃত, কবরে জীবিত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণার কয়েক ঘণ্টা পর কবর দেওয়ার সময় এক নবজাতক জেগে উঠেছে। পরে শিশুটিকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার এ ঘটনা ঘটে।
ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শিশুটির বাবার নাম জাহাঙ্গীর আলম (৩০), মায়ের নাম সুলতানা আক্তার। তাঁরা ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়ায় থাকেন।
জাহাঙ্গীর আলম বলেন, প্রসব বেদনা উঠলে গত বুধবার তাঁর স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। শুক্রবার রাত ১২টার পর তাঁদের একটি সন্তান হয়। প্রাথমিক অবস্থায় শিশুটিকে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু হাসপাতালে সিট না থাকায় শিশু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। আজ সকাল সাড়ে ৮টার দিকে দেখা যায়, শিশুটির নড়াচড়া বন্ধ। পরে চিকিৎসকদের কাছে নিয়ে গেলে তাঁরা মৃত ঘোষণা করেন। একজন সহকারী রেজিস্ট্রার মৃত্যুর সনদ (৬৩৭০/১৮০) দেন। পরে তাঁরা শিশুটিকে বাসায় না নিয়ে আজিমপুর কবরস্থানে নিয়ে যান। সেখানে কবর দেওয়ার সময় শিশুটি নড়ে ওঠে। এ সময় সেখানে শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছিল। দুপুরে তারা শিশুকে হাসপাতালে এনে বিক্ষোভ করে। পরে চিকিৎসকরা আবার শিশুটিকে ভর্তি করেন।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘এখানে একটু ভুল হয়েছে। ডেথ সার্টিফিকেট দেওয়া ঠিক হয়নি। আমরা যথাযথ প্রক্রিয়া নিতে যাচ্ছি। ঘটনা তদন্তের জন্য সার্জারি বিভাগের ডা. জামালকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে। কমিটি যাঁদের বিরুদ্ধে অনিয়ম পাবে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’