বাসা থেকে বের হয়েছেন দুই পরিবারের সদস্যরা
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পরিবারকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ ডেকে পাঠিয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় সাকা চৌধুরী ও মুজাহিদের সঙ্গে দেখা করার জন্য পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়েছে। এটাকেই ‘শেষ দেখা’ বলে মনে করো হচ্ছে।
সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আলী আহমেদ মাবরুর আরো বলেন, ‘আমরা আব্বার সঙ্গে দেখা করার জন্য পরিবারের সদস্যদের নিয়ে রওনা হয়েছি। কিছুক্ষণের মধ্যেই কারাগারে পৌঁছাব।’
অপরদিকে আইনজীবী হুজ্জাতুল ইসলাম জানিয়েছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরাও বাসা থেকে বেরিয়েছেন। মোট ১৬ জন দেখা করবেন।
এঁরা হলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, বড় ছেলে ফজলুল কাদের চৌধুরী ফাইয়াজ, ছোট ছেলে হুমাম কাদের চৌধুরী, মেয়ে পারভীন কাদের চৌধুরী, মেয়েজামাই জাফর খান, ভাই ও বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ভাই জামালউদ্দিন কাদের চৌধুরী, বোন জোবাইদা আনোয়ার, ভাবী সেলিনা কাদের চৌধুরী, বড় ছেলের স্ত্রী তানিয়া খন্দকার, শ্যালিকা রাহাত আদেল, ভাগ্নি মাহবুবা চৌধুরী, চাচি পারভীন কাদের চৌধুরী, শ্যালক আবু বকর আদেল, শ্যালকের স্ত্রী আফরিন আদেল ও ভাবী শ্যামা কাদের চৌধুরী।