ফরিদপুরে নেওয়া হচ্ছে মুজাহিদের লাশ
জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মরদেহ কেন্দ্রীয় কারাগার থেকে বের করা হয়েছে। মুজাহিদের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি শনিবার দিবাগত রাত ২টা ৫৪ মিনিটে কারাগার থেকে বের হয়।
রাজধানীর মুগধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরের নেতৃত্বে অ্যাম্বুলেন্সসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী গাড়ির বহরটি ফরিদপুরের উদ্দেশে রওনা দেয়।
ফরিদপুর সদরের পশ্চিম খাবাসপুরে জামায়াতে ইসলামী পরিচালিত আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার পাশে মাওলানা আব্দুল আলী ট্রাস্ট প্রাঙ্গণে তাঁকে দাফন করা হবে। ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবদুত তাওয়াত এই তথ্য জানিয়েছেন।
এদিকে, শনিবার সন্ধ্যার পর থেকেই জামায়াতের মধ্যম সারির নেতারা পশ্চিম খাবাসপুর এলাকায় জড়ো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা মুজাহিদের সঙ্গে দেখা করার পর দাফনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। রাত দেড়টার পর আব্দুল আলী ট্রাস্ট প্রাঙ্গণে কবর খোঁড়া হয়।
এদিকে, প্রায় একই সময় ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ নিয়ে চট্টগ্রামের পথে রওনা হয় আইনশৃঙ্খলা বাহিনী।