একই সময়ে পাশাপাশি দুজনের ফাঁসি
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে একই সময় পাশাপাশি রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পুরাতন ফাঁসির মঞ্চে বিশেষ ব্যবস্থায় দণ্ড কার্যকর করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিসি) উপকমিশনার (ডিবি) শেখ নাজমুল আলম এ কথা জানিয়েছেন।
নাজমুল আলম বলেন, সাকা চৌধুরী ও আলী আহসান মুজাহিদ দোয়া পড়তে পড়তে ফাঁসির মঞ্চে ওঠেন। চারজন করে আটজন জল্লাদ দুজনকে ধরে মঞ্চে ওঠান। তাঁদের পরনে ছিল ফাঁসির পোশাক ও যমটুপি। শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে প্রধান জল্লাদ শাহজাহান একযোগে দুজনের ফাঁসি কার্যকর করেন।
উপকমিশনার জানান, দুজনের ফাঁসির রশি বিশেষ পদ্ধতিতে একই হুইলের সঙ্গে সংযুক্ত ছিল। ফলে জল্লাদ শাহজাহান হুইলে চাপ দিতেই দুজন একসঙ্গে ফাঁসিতে ঝুলে যান।
ফাঁসির মঞ্চে তোলার সময় বিএনপি-জামায়াতে ইসলামীর এ দুই নেতাই ছিলেন নির্বিকার। তাঁরা কেউই কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখাননি বলেও জানান শেখ নাজমুল আলম। তিনি বলেন, কোনো রিঅ্যাক্ট না করে শুধু দোয়া পড়তে পড়তে মঞ্চে ওঠেন তাঁরা।
ফাঁসি কার্যকরের সময় সেখানে উপস্থিত ছিলেন দুজন ম্যাজিস্ট্রেট, ঢাকার জেলা প্রশাসক, একজন ইমাম, সিভিল সার্জনসহ অন্যরা।
গত ১৮ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের রিভিউ আবেদন নিষ্পত্তি করে তাঁদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।