ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়। আজ রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসেন জ্যাকিকে প্রতিপক্ষের লোকজন প্রথমে কুপিয়ে আহত করে এবং পরে তাঁর পায়ে গুলি করে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সামসুজ্জামান জানান, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ ইমরান হোসেন জ্যাকিকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।