নিজামীর আপিলের শুনানি ডিসেম্বরে শেষ হবে : অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘আমি আশা করি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের শুনানি আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।
আজ রোববার দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।
মাহবুবে আলম বলেন, ‘মতিউর রহমান নিজামীর আপিল মামলার শুনানি চলছে। এরই মধ্যে বেশ কয়েক দিনের শুনানি হয়েছে। চলতি সপ্তাহেও হবে। আশা করছি, সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হওয়ার আগে অর্থাৎ ১৫ ডিসেম্বরের মধ্যে এ শুনানি শেষ হবে।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটা আমার প্রত্যাশা। যদি এর মধ্যে অন্য কোনো মামলা এসে যায়, তাহলে ভিন্ন কথা।’
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ার ব্যাপারে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ সরকার ক্ষমতায় না থাকলে এ বিচার হতো না। যাঁরা ক্ষমতায় থাকেন তাঁদের চরিত্র কী, সেটা দেখতে হবে। দুজনের দণ্ড কার্যকর হওয়ার পর পুরো জাতি যেখানে স্বস্তিবোধ করছে, সেখানে একটি রাজনৈতিক দলের বক্তব্যে আমি খুব ব্যথিত হয়েছি।’
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৯ অক্টোবর ট্রাইব্যুনাল-১ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন নিজামীকে। এ রায়ের বিরুদ্ধে ২৩ নভেম্বর আপিল করেন মতিউর রহমান নিজামী। ছয় হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে মোট ১৬৮টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন তিনি।