ছাত্রলীগ যুবলীগের ৬২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয়ে দরপত্র আহ্বানকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনায় ছাত্রলীগ যুবলীগের ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ।
আজ সোমবার বিকেলে গোয়েন্দা পুলিশের পরিদর্শক আতিকুর রহমান চৌধুরী অভিযোগপত্রটি নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তীর কাছে জমা দেন।
অভিযোগপত্রে বলা হয়, ২০১৩ সালের ২৪ জানুয়ারি রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয়ে এক কোটি ১০ লাখ টাকার দরপত্রকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হন যুবলীগ নেতা সাজু পালিত ও শিশু আরমান (৮)।
অভিযোগপত্রে যুবলীগের কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও ছাত্রলীগের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা সাইফুল আলম লিমনসহ ৬২ জন নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়। এজাহারের ২৬ জন আসামিকে অব্যাহতি দিতে আদালতের কাছে সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।
পুলিশের সহকারী কমিশনার (প্রসিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এনটিভি অনলাইনকে জানান, আগামী ২৬ নভেম্বর মামলার ধার্য তারিখে আদালতে এ অভিযোগপত্র উপস্থাপন করা হবে।