খালেদা জিয়ার কার্যালয়ে খাদ্য বন্ধ করা হবে : নৌমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আবারও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, শুধু বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগই বন্ধ নয়, প্রয়োজনে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করা হবে। বিএনপির যেসব নেতা-কর্মী তাঁর জন্য খাবার নিয়ে যাবেন, সেই খাবার ঘেরাওকারীরা ভাগ করে খাবে। এমন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে যে ১০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
আজ শনিবার দুপুরে মাদারীপুরের টেকেরহাটে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ উদ্বোধনকালে নৌপরিবহনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন হতে আমরা রাস্তায় পাহারা দেব। আপনারা বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের তালিকা তৈরি করেন। গণ-আদালতে ওদের কঠোর বিচার করা হবে।’
এর আগে গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী, পেশাজীবী-কর্মচারী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের এক সমাবেশে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান খালেদা জিয়াকে না খেয়ে মরতে হবে বলে হুমকি দেন। একই সঙ্গে তাঁর বাড়ির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেন।
এরপরই শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে পুলিশ ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) লোক এসে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। গুলশান থানার নির্দেশেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে ডেসকো থেকে এমন দাবি করা হলেও গুলশান থানার পুলিশ বিষয়টি অস্বীকার করেছে। সকালে ওই কার্যালয়ের কেব্ল সংযোগ (ডিশ লাইন) বিচ্ছিন্ন করে দেওয়া হয়।