হোশি কুনিওর ‘কোল গ্রাস’
ভুট্টাগাছের মতো দেখতে বিশেষ এক ধরনের গাছ, নাম ‘কোল গ্রাস’। কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, এটি একটি শিল্প শস্য, বায়োগ্যাসের জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়। বাড়ায় মাটির উর্বরতা। আর রংপুরে এই ঘাসের চাষ করতেন দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক হোশি কুনিও।
নিজ দেশে এ ধরনের গাছ খুব একটা ভালো হয় না বলে কম খরচে গবেষণার জন্য এক বছরের ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন হোশি কুনিও। ২০১৪ সালের নভেম্বরের শেষ দিকে রংপুরের আলুটারী গ্রামের শাহ আলমের আড়াই একর জমি লিজ নেন তিনি। স্থানীয় কৃষি-মজুরদের সহায়তা নিয়ে নিজ দেশ থেকে আনা বীজ বপনের মাধ্যমে শুরু করেন এই কোল গ্রাসের চাষ। এ ধরনের গ্রাসের বেড়ে ওঠা এবং এর উপকারিতা নিয়ে গবেষণা করছিলেন তিনি।
এই কোল গ্রাস নিয়ে বিস্তারিত দেখুন এ কে এম মঈনুল হকের ভিডিও প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান আরমান :