খালেদা জিয়ার কার্যালয়ের কাছে শিক্ষার্থীদের মানববন্ধন
এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধ তুলে নিতে খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়েছে শিক্ষার্থীরা। আজ শনিবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের কাছে মানববন্ধন করে এ দাবি জানায় বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, সকাল সাড়ে ১০টা থেকে গুলশান ২-এর ৮৬ নম্বর সড়কের মুখে মানববন্ধন করে স্কুলটির প্রায় ২০০ শিক্ষার্থী। এ সময় তাদের অভিভাবকরাও সঙ্গে ছিলেন।
‘আমাদের পেট্রলবোমা মেরো না’, ‘শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও’, ‘আমাদের বোমা মেরো না’ এসব স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রায় আধাঘণ্টা মানববন্ধন করে শিক্ষার্থীরা।
পরে প্রায় ৪০ জন অভিভাবক তাঁদের চারটি দাবিসংবলিত স্মারকলিপি খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে জমা দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করতেই আমাদের এই কর্মসূচি।’
সোমবার থেকে দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এ বছর সারা দেশ থেকে ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে।