রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আটক
রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি হশরত মোহানী ও জামায়াতে ইসলামীর দুই কর্মীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে মহানগরীর কাজীহাটা এলাকা থেকে হশরতকে আটক করা হয়। পরে তাঁকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয় বলে জানান মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতেখার আলম।
এদিকে জামায়াতকর্মী ও কলেজশিক্ষক নুরুল ইসলাম শাহীন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায় জামায়াতে ইসলামীর ডাকে আজ সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল চলছে।
সকাল ১১টার দিকে রাজশাহী মহানগরীর লোকনাথ হাইস্কুলের পাশের রাস্তায় মিছিল করার চেষ্টা করে জামায়াত-শিবিরকর্মীরা। এ সময় তারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় ঘটনাস্থল থেকে মো. নওশাদ ও সাইফুল ইসলাম সেলিম নামের দুই শিবিরকর্মীকে পুলিশ আটক করে বলে জানান ইফতেখার আলম।
এদিকে হরতালের মধ্যে রাজশাহী নগরীর বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আন্তজেলা ও দূরপাল্লার যানবাহন চলছে না।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর মালোপাড়া এলাকার ‘পদ্মা অফসেট প্রেস’ থেকে এর মালিক ও ইসলামিয়া কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক জামায়াতের কর্মী শাহীনকে আটক করে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
পরে মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন সংবাদ সম্মেলনে দাবি করেন, আটকের পর শাহীনকে নিয়ে সহযোগীদের ধরতে পুলিশ অভিযানে গেলে নগরীর নলখোলা আশরাফের মোড়ে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়। এ সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শাহীন মারা যান।