‘সংযোগ বিচ্ছিন্ন হয়েছে জানি না’
গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে কী কারণে তা জানেন না ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তা।
আজ শনিবার দুপুর ১২টায় ডেসকোর উপসহকারী প্রকৌশলী রহমত আলী এনটিভিকে বলেন, ‘অফিসে আসার পর বিষয়টি জানলাম। কী কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে আমি জানি না।’
কী কী কারণে কোনো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়-জানতে চাইলে রহমত আলী জানান, সাধারণত বিল বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে থাকে। তবে তার আগে সংশ্লিষ্ট গ্রাহককে নোটিশ দেওয়া হয়।
খালেদা জিয়ার কার্যালয়ের বিল বাকি আছে কিনা– জানতে চাইলে ডেসকোর এ প্রকৌশলী বলেন, ‘এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী জানাতে পারবেন।’ নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামানের ফোনে বারবার চেষ্টা করা হলেও কেউ তা ধরেননি।
তবে বিএনপির গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার এনটিভিকে বলেন, ‘বিদ্যুৎ বিল পরিশোধ করা আছে, বাকি নাই। সব কিছু ঠিক আছে।’ এখন জেনারেটর দিয়ে কার্যালয়ের বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে বলে জানান তিনি।
গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে কার্যালয়ের বিদ্যুৎ-সংযোগ কেটে দেয় ডেসকো।