গণতন্ত্রের স্বার্থে পৌর নির্বাচনে যাচ্ছে বিএনপি
গণতন্ত্রের স্বার্থেই পৌর নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। তবে নির্বাচন কমিশনের ভূমিকায় নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না দলটি।
আজ রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চলতি বছরে দ্বিতীয় দফা কারামুক্তির পর দলীয় কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তাঁকে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। এ সময় ’৯০-এর স্বৈরাচার পতনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ৬ ডিসেম্বরকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করলেও দেশে এখন গণতন্ত্রের লেশমাত্র নেই। আর এ অবস্থার জন্য বর্তমান সরকারকে দায়ী করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আজকে যে পৌর নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমরা মনে করি, এ সিদ্ধান্ত অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। কারণ, বিএনপি একটি উদার রাজনৈতিক দল।’
‘স্থানীয় সরকার নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। কিন্তু গণতন্ত্রে একটা প্রতিষ্ঠালাভের সুযোগ আছে। আজকে যদি নিরপেক্ষ, অবাধ নির্বাচন হয়, তাহলে মানুষ আস্থা ফিরে পাবে’, যোগ করেন ফখরুল।
বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের নির্বাচন কমিশন প্রথম থেকে তারা যে ভূমিকা পালন করছে, তা কোনো নিরপেক্ষ নির্বাচন কমিশনের ভূমিকা নয়। তাদের ভূমিকা পুরোপুরিভাবে দলীয় ভূমিকায় পরিণত হয়েছে।’
জঙ্গিবাদ প্রশ্নে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় নির্বাচনের ইস্যুতে সরকারকে আলোচনার উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ নিয়ে সরকার স্ববিরোধী বক্তব্য দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের জাতীয় ঐক্যটা সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে গণতন্ত্রের জন্য। গণতন্ত্র ছাড়া এখানে অন্য কোনো ব্যবস্থায় আমরা যে আশঙ্কাটা করছি, উগ্রবাদ, সন্ত্রাসের আশঙ্কা, যেটা আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে, সেটাকে প্রতিহত করা খুব কঠিন হবে। একই সঙ্গে সরকারকে যে কথা আমরা বারবার বলে এসেছি যে, তাদের শুভবুদ্ধির উদয় হোক।
সরকারের উচিত হবে, সামনে এগিয়ে আসা এবং উদ্যোগ গ্রহণ করা।’