দুই সন্তানকে হত্যা : মায়ের ‘প্রেমিক’ গ্রেপ্তার
গোপালগঞ্জের ভোজেরগাতি গ্রামের দুই ছেলেশিশুকে হত্যা মামলার প্রধান আসামি মা জান্নাতুল ফেরদৌস কুলসুমের ‘প্রেমিক’ সাহেব আলী ওরফে রানাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে মাদারীপুরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাহেব আলীর সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন সদর থানার উপপরিদর্শক (এসআই)। আগামীকাল সোমবার এ বিষয়ে শুনানি হবে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সওগাতুল আলম জানান, কুলসুমের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদারীপুরে অভিযান চালায় পুলিশ। সাহেব আলীকে গ্রেপ্তার করে রাতেই গোপালগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়।
পরে গোপালগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত আগামীকাল শুনানির দিন নির্ধারণ করেন।
গত বৃহস্পতিবার রাতে নিজ সন্তান রায়হান সরদারকে (১০) হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে এবং রইস সরদারকে (৪) বালিশচাপা দিয়ে হত্যা করেন মা জান্নাতুল ফেরদাউস কুলসুম। শনিবার দুপুরে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন তিনি।