সমশের মবিনসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
রাজধানীর গুলশান থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।
আজ বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির এ অভিযোগ গঠন করেন।
এর আগে সকালে ওই ১২ জনের পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নাল আবেদিন মেজবা ফৌজদারি কার্যবিধির ২৪১(ক) ধারা অনুযায়ী অব্যাহতির আবেদন করেন। কিন্তু বিচারক অব্যাহতির আবেদন নাকচ করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং সাক্ষ্য গঠনের জন্য ৩ মার্চ পরবর্তী দিন ধার্য করেন।
আজ অভিযোগ গঠনের সময় সমশের মবিন চৌধুরীসহ বাকি আসামিরা আদালতে হাজির ছিলেন। মামলার অন্য আসামিরা হলেন—বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মোস্তফা আহমেদ, বাবুল সরদার, মো. ইয়াহিয়া, সুলতান মাহমুদ, মতিউর রহমান, আকন মো. মুসা কলিমুল্লাহ, আবদুল আলীম নকি, আবুল কালাম, খোকন ও তোফায়েল আহমেদ।
অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী ইকবাল হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৭ জুন হরতাল চলাকালে রাজধানীর মহাখালী রোডের ওয়্যারলেস গেটে সমশের মবিন চৌধুরীসহ বিএনপির অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ নেতাকর্মী পুলিশের কাজে বাধা দেন। এ ছাড়া গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন অজ্ঞাত আসামিরা।
এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বাদী হয়ে মামলাটি করেন।
পরবর্তী সময়ে ২০১৪ সালের ৩০ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার এসআই গিয়াস উদ্দিন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।