পৌর নির্বাচনে নীলনকশার পরিকল্পনা নিয়েছে সরকার : বিএনপি
পৌর নির্বাচনে সরকার নীলনকশার পরিকল্পনা নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। সরকারের অপকর্মের সহযোগী না হতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ আজ শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই আহ্বান জানান।
রিজভী আহমেদ বলেন, নির্বাচন সামনে রেখে গণগ্রেপ্তারের মাধ্যমে সারা দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন তিনি।
নির্বাচন কমিশনের নাকের ডগায় ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা আচরণবিধি লঙ্ঘন করলেও কমিশন কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি অভিযোগ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন রিজভী।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে বিএনপি ও ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের প্রতিনিয়ত আটক করা হচ্ছে। আগামী পৌর নির্বাচনের বারোটা বাজিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা চলছে। আর এগুলো ঘটছে নির্বাচন কমিশনের জ্ঞাতসারে। নির্বাচন কমিশনের উদ্দেশে আহ্বান জানাতে চাই আগামী পৌরসভা নির্বাচন নিয়ে সরকারের অশুভ কর্মের সঙ্গে গাটছড়া বেঁধে নিজেদের আত্মা ও নীতিবোধকে কলঙ্কিত করবেন না। আর যদি ক্ষমতাসীন মহলের প্রদর্শিত পথ ধরেই হাঁটেন তাহলে ইতিহাসে আপনারা ধান্দাবাজ বলেই অভিহিত হবেন।’