আ.লীগের অভিযোগ খারিজ, জি কে গউছের মনোনয়নপত্র বহাল
আওয়ামী লীগের অভিযোগ খারিজ করে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী জি কে গউছের মনোনয়নপত্র বৈধ হিসেবে বহাল রাখা হয়েছে।
শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উভয় পক্ষের শুনানি শেষে জেলা প্রশাসক সাবিনা আলম এ আদেশ দেন।
জি কে গউছ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় বর্তমানে কারাগারে আছেন।
গত ৬ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে হবিগঞ্জের পাঁচটি পৌরসভা নির্বাচনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল আজ তাঁদের আপিল শুনানি হয়। যাচাই-বাছাইয়ে মেয়র প্রার্থী জি কে গউছের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউল আলম।
পরে আওয়ামী লীগদলীয় মেয়র পদপ্রার্থী আতাউর রহমান সেলিম বিএনপিদলীয় মেয়র প্রার্থী জি কে গউছের বিরুদ্ধে কিবরিয়া হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করে তাঁর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেছিলেন। শুক্রবার তাঁর পক্ষে শুনানিতে অংশ নেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আকবর হোসেন জিতু।
মেয়র জি কে গউছ গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শরীফ উল্লাহ থেকে দ্বিগুণ বেশি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। কিবরিয়া হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হিসেবে গত বছরের ২৮ ডিসেম্বর থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন। একই কারণে তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।