রাষ্ট্র স্বীকার করলে গুম-খুন বন্ধ হবে : সুলতানা কামাল
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেছেন, ‘খুন-গুম অপহরণের শেষটা তখনই হবে, যখন রাষ্ট্রীয়ভাবে, নীতিগতভাবে এটার একটা স্বাকৃতি থাকবে। এগুলো বন্ধ করার একটা সক্রিয় প্রচেষ্টা থাকবে।’
আজ রোববার সকালে সাভারের খাগান এলাকায় ব্র্যাক সিডিএমতে আয়োজিত মানবাধিকার সম্মেলনের সমাপনী দিনে সুলতানা কামাল সাংবাদিকদের এসব কথা বলেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা আরো বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা এখন যেটা দেখি যে, রাষ্ট্রের মধ্যেই এ ব্যাপারে একটা অস্বীকৃতির সংস্কৃতি বিরাজ করছে। ওরা বলতে চায়, এসব ঘটনা ঘটছে না।’
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘কোনো একটা অপরাধের শেষ করতে হলে আগেই মেনে নিতে হয় যে অপরাধটা বিরাজ করছে। তখন সেখানে শেষ করার উদ্যোগ আমরা দেখতে পাই। তবে আমরা আশা করি, মানুষ যত সচেতন হবে, জনগণ যত সোচ্চার হবে, মানবাধিকার সংগঠন ও কর্মীরা যত এ ব্যাপারে শেষটা চাইবে; কোনো না কোনো সময় রাষ্ট্র কিংবা সরকার সেখানে জবাবদিহি করতে বাধ্য থাকবে এবং সেগুলো নিশ্চয়ই বন্ধ থাকবে।’
মানবাধিকার সম্মেলনে উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের উপপরিচালক সানাইয়া আনসারী, জ্যেষ্ঠ উপপরিচালক গীতা চক্রবর্তী।
তিন দিনের সম্মেলনে বাংলাদেশের ১৬টি জেলার ২৫০ মানবাধিকারকর্মী অংশ নেন।