দেশে গণতন্ত্রের কাঙ্ক্ষিত বিকাশ হয়নি : আসাদুজ্জামান নূর
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তির অপতৎপরতায় দেশে গণতন্ত্রের কাঙ্ক্ষিত বিকাশ হয়নি।’
আজ রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের নিচে বাতিঘরে আয়োজিত এক অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর এসব কথা বলেন। ‘আসাদুজ্জামান নূর, অভিনয় ও অন্যান্য’ শীর্ষক অনুষ্ঠানে রাজনীতির পাশাপাশি অভিনয় ও অন্যান্য বিষয়েও দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘এমন কিছু শক্তি দেশে কাজ করছে যারা স্বাধীনতা ও দেশের অস্তিত্ব স্বীকার করে না। তারা এখনো সাম্প্রদায়িকতাকে তাঁদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এ রকম একটি পরিস্থিতিতে গণতন্ত্রের বিকাশ কঠিন।’
দলের কিছু মানুষের অপকর্ম প্রধানমন্ত্রীর অর্জন ম্লান করছে বলে জানিয়ে আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের মধ্যে অনেকে আছে যারা যেভাবে চলছে সেভাবে চলা উচিত না। সেটাই দুঃখজনক। এটার কারণে সরকারের বিশেষ করে প্রধানমন্ত্রীর অনেক বড় বড় অর্জন কিছুটা হলেও ম্লান হয়ে পড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও কিছু মানুষের অপকর্মের কারণে অর্জন ম্লান হয়ে যাওয়ার কথা আফসোস নিয়ে বলেন।
সভায় সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর তাঁর ছাত্রজীবন, অভিনয় জীবন, রাজনীতি, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মতো বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া আসাদুজ্জামান নূর মঞ্চ নাটক নিয়েও আলোচনা করেন।