নীরবের পরিবারকে কেন ক্ষতিপূরণ নয়
ঢাকার কূপ-গর্তের তালিকা জমা দেওয়ার নির্দেশ
রাজধানী ঢাকার সব ম্যানহোল, কূপ-নলকূপ, সুড়ঙ্গ, গর্তের তালিকা তিন মাসের মধ্যে জমা দিতে বলেছেন আদালত। স্বরাষ্ট্রসচিব, ওয়াসার চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ ১৩ জনকে এ নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া রাজধানীর কদমতলী এলাকায় ড্রেনে পড়ে নিহত শিশু নীরবের পরিবারকে ক্ষতিপূরণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে আদেশ দিয়েছেন।