মেডিকেল ভর্তি পরীক্ষায় ‘প্রশ্ন ফাঁসে’ বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট
চলতি বছর সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় ‘প্রশ্ন ফাঁসে’র ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। আজ মঙ্গলবার মেডিকেল ভর্তি পরীক্ষার্থী আয়াতুল্লাহ হাসনাত বেহেশতি, উশরাত রিফাতসহ ১২ শিক্ষার্থী ও অভিভাবক হাইকোর্টে এই রিট দায়ের করেন।
রিটকারীর পক্ষে আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট সুপ্র দাস দত্ত।
আগমীকাল শুরু হওয়া কোর্টের অবকাশকালীন বেঞ্চে এই আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী। গত ২৮ সেপ্টেম্বর চলতি বছরের এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রিটে আইনসচিব, স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়, এমবিবিএস ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু গত ১৫ জুন ভারতীয় সুপ্রিম কোর্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় ৬৩ জনের প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকায় ছয় লাখ পরীক্ষার্থীর সেই পরীক্ষা বাতিল করে দেন।