কারচুপি হবে জেনেও ভোটে বিএনপি : মির্জা ফখরুল
কারচুপি হবে জেনেও গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকারের স্বার্থে বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের দ্বিবার্ষিক সাধারণ সভায় বিএনপি নেতা এ মন্তব্য করেন।urgentPhoto
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দেশে নতুন কায়দায় একদলীয় শাসন চলছে, যেখানে বিরোধী পক্ষকে দমন করতে সব প্রচেষ্টাই চালানো হচ্ছে। তিনি বলেন, গণতন্ত্রের অনুপস্থিতি দেশের জন্য শুভ নয়।
এদিকে, রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ প্রশ্ন তোলেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। তিনি বলেন, মন্ত্রী-এমপিরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন নির্বিকার। গণতন্ত্রের স্বার্থে ভোটারদের ভয়-ভীতি পাশ কাটিয়ে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।
রিজভী আরো অভিযোগ করেন, সরকারদলীয়রা ভীতিকর পরিবেশ তৈরি করে রেখেছে, যাতে ভোটাররা ভোটদানে বিরত থাকে।
আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে ২৩৪টি পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি দল অংশ নিয়েছে।