নিজের ব্যানার –ফেস্টুন ছিড়লেন মেয়র সাঈদ খোকন
আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণের সব দৃষ্টিকটু ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সুরিটোলা থেকে নিজের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন ছেড়ার সময় তিনি এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘অবৈধ বিলবোর্ড উচ্ছেদের চেয়ে রাজনৈতিক দৃষ্টিকটু ব্যানার ফেস্টুন উচ্ছেদ করতে বেশি বেগ পেতে হয়।’
কোনো রাজনৈতিক সুপারিশ এই কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না জানিয়ে মেয়র বলেন, ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সব দৃষ্টিকটু ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলার ব্যবস্থা আমরা নিচ্ছি। এ ব্যাপারে যদি কোথাও কোনো ধরনের বাধা আসে, সরকারি-কর্মচারীদের কাজে যদি কেউ বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
একই সঙ্গে সাঈদ খোকন আরো জানান, সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের এক চিঠির পরিপ্রেক্ষিতে এই কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।