মাথায় বাড়ি দিয়ে উল্টো আমাদের নামেই মামলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ অভিযোগ করেছেন, সরকার ও পুলিশ তাঁর দলের নেতা-কর্মীদের ওপর হামলা করে আবার তাঁদের বিরুদ্ধে উল্টো মামলা দিচ্ছে। মামলা দিয়ে পুলিশ বিভিন্ন স্থানে পৌর নির্বাচনের প্রার্থী ও তাঁদের সমর্থকদের গ্রেপ্তার করছে।
আজ শনিবার সকালে গাজীপুরের শ্রীপুর পৌরসভা এলাকায় বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী শহিদুল্লাহ শহিদের পক্ষে গণসংযোগ করে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন হান্নান শাহ।
গণসংযোগের সময় হান্নান শাহ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন। তিনি ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।
হান্নান শাহ সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন কারচুপি না করলে পৌর নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীরাই বিপুল ভোটে বিজয়ী হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেন, ‘বর্তমান সরকার যৌথ অভিযানের নাম করে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। অধুনা এই গ্রেপ্তারের তালিকায় আছে যাঁরা নির্বাচন করছেন, তাঁদের সমর্থক; কোনো কোনো ক্ষেত্রে তাঁদেরও (প্রার্থী) গ্রেপ্তার করছে।’
হান্নান শাহ বলেন, ‘সরকারের লোকেরা আমাদের মাথায় বাড়ি দিয়েছে, পুলিশের লোকেরা লাঠিপেটা করেছে। পরবর্তীতে আমাদের নামেই মামলা দিয়ে দিয়েছে। দু-তিনটি মামলা দিয়ে গাজীপুর, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনাসহ সব জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধিদের তারা সরিয়ে দিচ্ছে।’