ঢাকা ছাড়লেন পঙ্কজ, ভার পেলেন সোয়াইকা
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ তাঁর দায়িত্ব পালন শেষে আজ শনিবার ঢাকা ত্যাগ করেছেন।
নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা ঢাকায় এসেছেন এবং হাইকমিশনার হিসেবে মনোনীত হর্ষবর্ধন শ্রিংলার আগামী বছরের মধ্য জানুয়ারি নাগাদ ঢাকায় না আসা পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
আজ শনিবার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ও তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. আদর্শ সোয়াইকা এর আগে ভারতের নয়া দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ বিভাগের পরিচালক ছিলেন। তার আগে তিনি বেইজিং, সোফিয়া ও মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাসে দায়িত্ব পালন করেছেন। তিনি রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। হিন্দি, বাংলা ও রাশিয়ান ভাষায় কথা বলেন। তাঁর স্ত্রীর নাম বন্দনা সোয়াইকা। তাঁদের দুটি সন্তান রয়েছে।